বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে আগামী ১লা জুলাই থেকে নতুন সময়সূচি কার্যকর হতে যাচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুসরণ করা হবে। নতুন সময়সূচি অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত নিয়মিত সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস, ক্লাস ও পরীক্ষাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম চলবে। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের এই সময়সূচি আশা করি মেনে চলবেন। উল্লেখ্য এখন থেকে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ৪৭তম (বিশেষ) একাডেমিক কাউন্সিলের সুপারিশক্রমে আজ শনিবার (২৯ জুন ২০২৪) অনুষ্ঠিত ১০৫তম সিন্ডিকেট সভায় নতুন সময়সূচির বিষয়টি অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সিন্ডিকেটের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে আরো সুশৃঙ্খল এবং কার্যকর করতে নতুন সময়সূচি প্রণয়ন করা হয়েছে। আমরা আশা করছি, এই নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহায়ক হবে এবং শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে ভূমিকা রাখবে। আশা রাখা যাচ্ছে, এখন থেকে বৃহস্পতিবারও বিশ্ববিদ্যালয় বাস তার নির্দিষ্ট সময় অনুযায়ী চলবে।
নতুন সময়সূচি অনুযায়ী, সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিস চলবে। শিক্ষার্থীদের সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নিতে এবং কোনো বিভ্রান্তি এড়াতে আমাদের স্যোশাল মিডিয়া ও ওয়েবসাইড ফলো করার অনুরোধ করা যাচ্ছে।
0 Comments