রংপুরের অটো ও বিশ্ববিদ্যালয়ের বাস সমাচার

রংপুরে অটোর ভাড়া নিয়ে অনেকটাই ভোগান্তি পোয়াতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের।

অপরদিকে সপ্তাহে বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস আবার ৩ দিনের ছুটি। যেখানে অনেক বিশ্ববিদ্যালয়ের বাস সপ্তাহে ৭ দিনই চলে, হয়তো বন্ধের দিন নির্দিষ্ট কিছু সময়।

তবে অটো নিয়ে এত কথা হচ্ছে, কিছু অটোয়ালা হয়তো শিক্ষার্থীদের কথা চিন্তা করে কম টাকা নেয় আবার কিছু অটোয়ালা কম নেয় না। তবে আজ শহর থেকে আসার সময় এক অটোয়ালা ভাই বিষয়টা কিছুটা খোলাসা করে।

তিনি বলেন, "১ কিলোমিটারের মধ্যে সকল জায়গায় ভাড়া ৫ টাকা, ১ কিলোমিটারের বাইরে ১০ টাকা। তবে ২০ টাকার ভাড়া ২০ টাকাই আছে। পার্কের মোড় থেকে লালবাগ বা খামার মোড় ৫ টাকা ভাড়াই। তবে মডার্ন থেকে লালবাগ বা খামার মোড় ১০ টাকা ভাড়া।"

আশা রাখি এখন কিছুটা ভোগান্তি কম হবে। তবে ভাড়া এর ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছুটা ছাড় দেয়া উচিত। আর সবচেয়ে বড় যেটা, সপ্তাহে ৭ দিনই বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস থাকা উচিত। শুক্র ও শনিবার হয়তো ২ টাইমে বাস চলল! তবুও দরকার। আর আগের মত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় বাস সার্ভিস চালু করা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হওয়া উচিত।

Post a Comment

0 Comments